খবরা-খবর
পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে মোমবাতি প্রোজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন
death-of-migrant-workers

মিজোরামে রেল সেতু নির্মাণের সময় দূর্ঘটনায় ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। যাঁরা বেশিরভাগই পশ্চিমবাংলার মালদা জেলার বাসিন্দা।

গত ২৬ আগস্ট ২০২৩ এআইসিসিটিইউ পূর্ব-মধ্য কলকাতা আঞ্চলিক টীমের পক্ষ থেকে মৃত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যমে শোক জ্ঞাপন করা হয়, মৌলালী শহীদ বেদীর সামনে। বিকেল সাড়ে পাঁচটায়।

পশ্চিমবাংলায় উপযুক্ত কাজ না পেয়ে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ বেঁচে থাকার তাগিদে ভিনরাজ্যে এমনকি ভিন দেশে চলে যাচ্ছেন। কেন্দ্র-রাজ্য কোনো সরকারই তা নথিভুক্ত করে না। শ্রমিকদের দেওয়া হয় না কোনো রকমের নিরাপত্তা। প্রায়শই এই ধরনের মর্মান্তিক মৃত্যুর খবর আমরা পাই।

বেকার যুবকদের এই রাজ্যে কাজের সংস্থান করা এবং মৃত ও আহত শ্রমিক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

সভা শেষে মোমবাতি প্রোজ্জ্বলন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন অতনু চক্রবর্তী এবং দিবাকর ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের কেন্দ্রীয় কমিটি সদস্য পার্থ ঘোষ।

খণ্ড-30
সংখ্যা-30