স্কীম কর্মীদের প্রথম সর্বভারতীয় সম্মেলনের সমর্থনে প্রচার সভা
scheme-workers

অল ইন্ডিয়া স্কীম ওয়ার্কার্স ফেডারেশনের প্রথম জাতীয় সম্মেলন ৯-১০ সেপ্টেম্বর ২০২৩, পাটনায় অনুষ্ঠিত হবে। তারই সমর্থনে ২ সেপ্টেম্বর ২০২৩ গড়িয়া মোড়ে এক পথসভার আয়োজন করা হয়।

এআইসিসিটিইউ অন্তর্ভুক্ত এই সংগঠন আওয়াজ তুলছে,

প্রকল্প কর্মীদের (মিড-ডে-মিল, আশা, অঙ্গনওয়ারী) সরকারি কর্মীর স্বীকৃতি, সম্মানজনক মজুরি ও সামাজিক নিরাপত্তা দিতে হবে।

এনআরএইচএম, মিড-ডে-মিল, আইসিডিএস প্রভৃতি প্রকল্পগুলোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া চলবে না।
কর্মস্থলে যৌনহেনস্থা রোধী সেল সুনিশ্চিত করতে হবে।

শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল কর।

এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে দেশজুড়ে যে প্রচার কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে এই পথসভা হয়। সভায় জেলা ট্রেড ইউনিয়নের কর্মী ছাড়াও, আইসিডিএস, মিড-ডে-মিল কর্মী ও ঊষা কারখানার শ্রমিকরাও উপস্থিত ছিলেন।

সভা শুরু হয় গণসংস্কৃতি পরিষদের গণকবিয়াল নীতিশ রায়ের গানের মধ্য দিয়ে। বক্তব্য রাখেন স্কীম ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক জয়শ্রী দাস, রাজ্য প্রস্তুতি কমিটির সদস্য শীলা দে সরকার, শ্রমজীবী মহিলা ও স্কিম কর্মী ঐক্যমঞ্চের স্নিগ্ধা বসু, স্বপ্না চক্রবর্তী, শঙ্করী চ্যাটার্জি, রমা রায় এবং এআইসিসিটিইউ’র রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু।

সমগ্র সভাটি পরিচালনা করেন এআইসিসিটিইউ জেলা কমিটি নেতা এবং বাঘা যতীন-গড়িয়া-বাশঁদ্রোণী আঞ্চলিক টীমের সম্পাদক তরুণ সরকার।

খণ্ড-30
সংখ্যা-31