খবরা-খবর
আগুনে ভস্মীভূত বস্তিবাসীদের পাশে সিপিআই(এমএল) ও শ্রমজীবী মঞ্চ
with-fire-ravaged-slum-dwellers

২৭ মার্চ দুপুর বারোটা নাগাদ হঠাৎ ঢাকুরিয়া রেল বস্তি কলোনিতে আগুন লাগে। আগুনে বহু ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে শ্রমজীবী মহিলা ও স্কীম কর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে দেখা করতে যাওয়া হয়। এখানে এসে দেখা গেল ১২টি পরিবারের ঘর আগুনের পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। আগুন লেগেছিল রান্নার গ্যাস সিলিন্ডার থেকে। পরিবারগুলির অন্য জিনিস আগুন থেকে রক্ষা করা যায়নি। গুরুত্বপূর্ণ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই কিছুই তারা বাঁচাতে পারেনি। সকাল ১২টা থেকে ১টার মধ্যে আগুন লাগে। সিপিআই(এমএল)’এর ঢাকুরিয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে একটি টিম রাজ্য কমিটির নেতা বাবুন চ্যাটার্জি’র নেতৃত্বে ভরত দাস এবং শ্রমজীবী মহিলা ও স্কীম কর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা স্থানীয় কাউন্সিলার মধুছন্দা দেব’এর সাথে দেখা করেন ও অবিলম্বে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারগুলির জন্য পুনর্বাসনের দাবি করেন। দেখা গেল সাময়িক কিছু ত্রাণের ব্যবস্থা স্থানীয় কাউন্সিলারের পক্ষ থেকে করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলির নামও নথিভুক্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু ত্রাণ সামগ্রি নিয়ে যাওয়ারও পরিকল্পনা নিয়েছে শ্রমজীবী মহিলা ও স্কীম কর্মী ঐক্য মঞ্চ।

খণ্ড-31
সংখ্যা-11