জেএনইউ-তে ছাত্র-ছাত্রী, শিক্ষকদের ওপর প্রাণঘাতী হামলার দায় স্বীকার করে ভিসি-কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখে দেশের অন্যান্য জায়গার সাথে সাথে উত্তাল হলো শিলিগুড়িও। জেএ ইউ ক্যাম্পাসে এভিবিপি-র বর্বরোচিতো হামলার প্রতিবাদে শিলিগুড়ি হাসমিচকে বিক্ষোভ কর্মসূচী সংঘটিত করে আইসা আরওয়াইএ। বিক্ষোভ কর্মসূচীতে ছিলেন পার্টির দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, পুলক গাঙ্গুলী, পবিত্র সিংহ, অপু চতুর্বদী রুবি সেনগুপ্ত মীরা চতুর্বদী, মোজাম্মেল হক আইসা আরওয়াইএ-র পক্ষে শিখা সিংহ, জয়ন্ত বর্মন, বিক্রম সরকার, হরেশ পাল, মুকুল চক্রবর্তী, প্রলয় চতুর্বদী, শাশ্বতী সেনগুপ্ত প্রমুখ।
অন্যদিকে ৮ জানুয়ারী সাধারণ ধর্মঘটের সমর্থনে ট্রেড ইউনিয়নগুলির মিছিল শেষে আইসা আরওয়াইএ, ডিওয়াইএফ এবং ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে শিলিগুড়ি জংশন স্টেশন এর সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। হাতে হাতে ব্যারিকেড তৈরি করেই ফ্যাসিবাদকে রুখে দেওয়ার সংকল্প নেওয়া হয়। শিলিগুড়ি লেখক শিল্পী নাট্য কর্মী সম্মিলিত নাগরিক প্রতিবাদ জমায়েতে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের সামনে বক্তব্য রাখেন অভিজিৎ মজুমদার। প্রতিরোধের গানে কবিতায় ফ্যাসিবাদের বিরুদ্ধে শাণিত হয় প্রতিবাদ। ফ্যাসিস্ট শাসক জেনে রাখো, হামলা করে প্রতিবাদ থামানো যায় না। রাষ্ট্র মেরামতির কাজ আমরা চালিয়েই যাবো।