আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি
amfan

একদিনের ঝড়ে বিধ্বস্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জনজীবন। যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন! একে অপরিকল্পিত লকডাউন, তার উপর মাথা গোঁজার জায়গাটুকু হারিয়ে বিপন্ন অসহায় অবস্থা সাধারণ খেটে খাওয়া প্রান্তিক মানুষগুলোর – এমতো অবস্থায় কোনো ফাঁকা আওয়াজ বা ভিক্ষা নয়, সাইক্লোন আমফানকে অবিলম্বে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ঝড় বিধ্বস্ত বাংলার পুনর্নিমাণে কেন্দ্রীয় সরকারকে আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে, এই দাবিতে শিলিগুড়িতে শক্তিগড় ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্বে দেন জেলা কমিটির সদস্য পুলক গাঙ্গুলী, ব্রাঞ্চ সদস্য নীলিমা সরকার, গঙ্গা রায়, ভাগ্য মন্ডল, মণি ভট্টাচার্য, ছবি দত্ত, শেফালি মজুমদার, রুবী সেনগুপ্ত, শাশ্বতী সেনগুপ্ত প্রমুখ।

খণ্ড-27