খবরা-খবর
নদীয়ায় ১৬ বাম দলের বিক্ষোভ
nad

লকডাউন ধাপে ধাপে আনলক হলেও দীর্ঘতর এ সময়কাল মানুষের কাছে ক্রমশই অসহনীয় হয়ে উঠছে। আমফান ঘুর্ণিঝড় সৃষ্টি করেছে চরম বিপর্যয়। সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে কাজ নেই, অর্থ নেই। বিপরীতে চলছে শাসকের মিথ্যা ভাষণ, সম্বল মাসে ৫ কেজি রেশন। এই সার্বিক বিপদের মুখে কেন্দ্র রাজ্য শাসকদলের নেতাদের চরম অপদার্থতা, ছিঁটেফোটা যতটুকু সরকারী সাহায্য আসছে সেগুলিতে দুর্নীতি দলবাজি মানুষের মধ্যে সৃস্টি করেছে চরম ক্ষোভ বিক্ষোভ। একে প্রতিবাদের ভাষা দিয়ে গত ১৬ জুন রাজ্য কর্মসূচীর অঙ্গ হিসাবে নদীয়া জেলার বিভিন্ন স্থানে সংগঠিত হলো ১৬টি বামদলের বিক্ষোভ কর্মসূচী। ধুবুলিয়া বাজার, বেথুয়াডহরী স্ট্যাচুর মোড়, চাপড়া বাজারে রাস্তার পার্শ্ববর্তী দীর্ঘ লাইনে সারিবদ্ধ ভাবে প্ল্যাকার্ড হাতে কর্মীদের স্লোগানে সোচ্চার হয়ে ওঠা এই কর্মসূচী ব্যাপক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। চাকদা শহরে পথসভা সংগঠিত হয়। নবদ্বীপ, তাহেরপুর, শান্তিপুরেও অনুরূপ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ১৭ জুন শান্তিপুরে তাঁত শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাম ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

খণ্ড-27