খবরা-খবর
দঃ ২৪ পরগণার বিষ্ণুপুর ব্লক-২ ডেপুটেশন
deea

আমফান দুর্নীতির বিরুদ্ধে, সকল গ্রামীণ শ্রমিককে লকডাউনভাতা দেওয়ার দাবিতে, সকলকে MGNREGA প্রকল্পে ২০০ দিনের কাজ ও ৫০০ টাকা মজুরি দিতে হবে, সকল বেকারের হাতে কাজ দাও, শ্রমজীবী জনতাকে জবকার্ড দাও, ১০০ দিনের কাজে দুর্নীতির বিরুদ্ধে এবং মহাজনী, মাইক্রোফাইনান্স ঋণ মকুবের দাবিতে দঃ ২৪ পরগণার বিষ্ণুপুর-২ ব্লকে সিপিআই(এম-এল) লিবারেশন, সিপিআই(এম) ও কংগ্রেসের যৌথ ডেপুটেশন ও বিক্ষোভ সংগঠিত হয় গত ১০ আগস্ট। বিবিরহাট মোড় থেকে শ্রমজীবী গ্রামীণ জনতা স্বতঃস্ফূর্তভাবে মিছিল ব্লকের সামনে জমায়েত হয়। ব্লকের সামনে বক্তব্য রাখেন তিনটি রাজনৈতিক দলের জেলা ও রাজ্য নেতৃবৃন্দ। সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষে বক্তব্য রাখেন রাজ্য নেতা কমরেড জয়তু দেশমুখ। ছয়জনের প্রতিনিধি দল বিডিওর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ব অনুমতি থাকা সত্ত্বেও প্রশাসন ব্লকের গেটে প্রতিনিধি দলের পথ আটকায়। উপস্থিত শ্রমজীবী জনগণ ব্লকের সামনে বিক্ষোভ দেখাতে থাকে, আরওয়াইএ কমরেডদের তৎপরতায় বাখরাহাট-বিবিরহাট রোড অবরোধ করা হয়। অবরোধের মুখে পড়ে প্রশাসন প্রতিনিধি দলকে ঢুকতে দেয়। প্রতিনিধি দলে সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষে ছিলেন জেলা নেতা কমরেড দিলীপ পাল ও লোকাল সম্পাদক কমরেড নিখিলেশ পাল। ডেপুটেশন জমা করে উপস্থিত জনতার সামনে ডেপুটেশনে বিডিওর সাথে হওয়া আলাপ আলোচনা নিয়ে বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর কমরেড গৌতম পাল ও সিপিআই(এমএল) লিবারেশনের কমরেড দিলীপ পাল।

খণ্ড-27
সংখ্যা-28