ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন
khudi

বাংলার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবস সকালে পালন করা হয় আইসা সরশুনা ইউনিটের পক্ষ থেকে সরশুনা হাই স্কুলের সামনে এবং বিকেলে কালিতলায় ক্ষুদিরাম মূর্তিতে বাংলার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন করা হয় আরওয়াইএ-আইসা কালীতলা মুচিপাড়া ইউনিটের পক্ষ থেকে। মাল্যদানের পর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আইসা কলকাতা জেলা সভাপতি অভিজিৎ।

ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে কৈশরেই শহীদ হন ক্ষুদিরাম বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবীর নাম শহীদ ক্ষুদিরাম বসু। ব্রিটিশ সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন তা স্মরণীয় হয়ে থাক যুবসমাজের কাছে।

খণ্ড-27
সংখ্যা-28