সুবোধ মজুমদার স্মরণ সভা
sr

কমরেড সুবোধ মজুমদার প্রয়াত হন ২০১০ সালের ২৭ আগষ্ট। ছাত্র জীবনের শেষে কর্মজীবনের শুরুতেই শিক্ষকতা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে বিপ্লবী কমিউনিস্ট সংগঠন গড়ে তোলার জন্য কলকাতা শহর ছেড়ে চলে আসেন গ্রামে গরিব ভূমিহীনদের মধ্যে। সেেই থেকে জীবনের শেষ পর্যন্ত বিপ্লবী সংগ্রামে আত্মোৎসর্গ করেছেন। শত্রুর কারাগার, পুলিশের নির্মম অত্যাচার, গোপন বিপ্লবী জীবনের নিদারুণ কষ্ট, মধ্যবিত্ত স্বছন্দ জীবনের মোহ, কোনো কিছুই আজীবন বিপ্লবী সংগ্রামী কৃষক নেতার মাথা নীচু করাতে পারেনি। বিপ্লবী জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন নদীয়া-বর্ধমান জেলার গ্রামাঞ্চলে। তাই প্রতি বছর এই দিনে এই এলাকার মানুষ শ্রদ্ধার সাথে প্রয়াত কমরেড সুবোধ মজুমদারকে স্মরণ করেন। কমরেড সুবোধ মজুমদার অমর রহে।

খণ্ড-27
সংখ্যা-31