খবরা-খবর
ভগত সিং-এর জন্মদিবস ও শঙ্কর গুহনিয়োগীর শহিদ দিবসে বিভিন্ন কর্মসূচী
bhagat

২৮ সেপ্টেম্বর ভগত সিং-এর জন্মদিবসে বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন দেশব্যাপী রোজগার ও ন্যায়ের দাবিতে কর্মসূচী নেয়। এরাজ্যে আইসা আইপোয়া সহ বিভিন্ন গণসংগঠন ও পার্টি বিভিন্ন স্থানে কর্মসূচী নেয়। এআইসিসিটিইউ’র প্রচারাভিযানের সমাপ্তি দিনে কলকাতার লেক মার্কেট অঞ্চলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শহীদ ভগৎ সিংয়ের ১১৪তম জন্মদিবস ও শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর ২৯তম মৃত্যুদিবসকে এই সভায় স্মরণ করা হয়। দঃ ২৪ পরগণা জেলা পার্টি অফিসে সকালে শহীদ স্মরণ হয়। বাখরাহাটে বিষ্ণুপুর-সাতগাছিয়া লোকাল কমিটির অফিসে সংক্ষিপ্ত কর্মসূচীতে শ্রদ্ধা জানানো হয়। বজবজের ওরিয়েন্ট মোড় থেকে সুভাষ উদ্যান পর্যন্ত শ্রমজীবী জনতা-ছাত্র-যুবদের এক দৃপ্ত মিছিল অনুষ্ঠিত হয়। স্লোগান ওঠে “কর্পোরেট দালাল মোদী হঠাও, ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত গড়ে তুলতে ঐক্যবদ্ধ হও।” মিছিল শেষে সুভাষ উদ্যানে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। পুর্বস্থলী ২ব্লক-এর ফলেয়া সিপিআই(এমএল) লিবারেশনের এরিয়া কমিটির অফিসে বিপ্লবী ভগত সিং-এর ১১৪তম জন্মদিবস স্মরণ করা হয়। কালনা ২ ব্লক-এর অকালপোষ অঞ্চলের আগ্রাদহ বাস স্ট্যাণ্ডে কর্মসূচী সংগঠিত হয়। এছাড়া কোন্নগরে ভগত সিং-এর শহিদ বেদির সামনে সভা চলে। কলকাতায় এআইকেএসসিসির ডাকে ভগত সিং স্মরণে তীব্র কৃষক সংগ্রাম গড়ে তোলার শপথ নিয়ে কর্মসূচী সংগঠিত হয়।

খণ্ড-27
সংখ্যা-35