খবরা-খবর
কোমাগাতামারু শহীদ স্মরণ
kag

২৯ সেপ্টেম্বর ১০৬তম কোমাগাতামারু শহীদ দিবস। ভারতে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের উজ্বল একটি নাম “গদর আন্দোলন ও কোমাগাতামারু”। বজবজে কোমাগাতামারু শহীদ স্মৃতিস্তম্ভে সিপিআই(এমএল) লিবারেশন, চলার পথে সাংস্কৃতিক সংস্থা, স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে কোমাগাতামারু শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সমগ্র শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানটি পরিচালনা করেন বজবজ চলার পথে সাংস্কৃতিক সংস্থার সভাপতি দেবাশিস মিত্র। শহীদ বেদীতে মাল্যদান ও নিরবতা পালন করার পর কবিতা পাঠ করেন স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংস্থার পক্ষে সুবির দত্ত, গণসংগীত পরিবেশন করেন চলার পথের পক্ষে অভিজিৎ মন্ডল ও বক্তব্য রাখেন সিপিআই(এমএল) লিবারেশনের জেলা সম্পাদক কিশোর সরকার। উপস্থিত ছিলেন জেলা নেতা দিলীপ পাল, সেখ সাবির (রাজা) সহ ছাত্র-যুব কমরেডরা।

খণ্ড-27
সংখ্যা-35