খবরা-খবর
কলেজের অস্থায়ী কর্মচারিদের বিক্ষোভসভা বাঁকুড়ায়
bk

কলেজের অস্থায়ী কর্মচারিরা তাদের কাজের স্থায়িত্বের দাবিতে বাঁকুড়ার সম্মিলনী কলেজ থেকে মিছিল করে এসে শহরের মাচানতলায় ১২ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে এবং জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। অবস্থান বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ‘অবসরপ্রাপ্ত অধ্যাপক সমিতি’-র প্রতীপ মুখার্জি, এআইসিসিটিইউ-এর পক্ষে বাবলু ব্যানার্জি এবং সিআইটিইউর প্রতিনিধি। বাবলু ব্যানার্জি বলেন, আন্দোলনের পাশে এআইসিসিটিইউ প্রথম থেকেই ছিল, রাজ্যের বিভিন্ন জেলায় চলা অবস্থান অনশনে প্রতিনিধিরা গেছেন, পরেও থাকবে। বস্তুত এদিনের অবস্থানও সেভাবেই হয়েছে। তিনি প্রস্তাও দেন যে, জেলাশাসক যদি সদর্থক পদক্ষেপ গ্রহণ না করে তবে আগামী দিনে রাস্তা অবরোধ করতে হবে এবং সেক্ষেত্রে সংগঠন সর্বতভাবে পাশে থাকবে। তিনি সমরণ করিয়ে দিয়ে বলেন, মনে রাখবেন সারা দেশে আগামী ২৬ নভেম্বর ধর্মঘট আপনাদের সমস্ত অস্থায়ী কর্মচারিদের স্থায়ীকরণ ও নুন্যতম ১৮০০০ টাকা মাসিক বেতনের দাবিও অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হিসেবে আছে।

খণ্ড-27
সংখ্যা-40