মরমী শিল্পীকে অন্তিম অভিবাদন
sil

সৃজনশীল অনন্য শিল্পী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নবান্ন পত্রিকা ও পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে বিদায়ী শ্রদ্ধা নিবেদন করা হয়। বামপন্থা ও সাম্যবাদের দর্শনে বিশ্বাসী শিল্পী, রবীন্দ্র সদনে অন্তিম শয্যায় শায়িত, রক্তগোলাপের স্তবক দিয়ে শ্রদ্ধা জানান পরিষদের সম্পাদক নীতীশ রায়। তারপর বিকেল পাঁচটা নাগাদ অন্তিম মিছিল চলে ক্যাওড়াতলা মহাশ্মশানের দিকে। “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” গানের সুরে অগনিত অনুরাগী কবি শিল্পী সাহিত্যক অভিনেতা রাজনৈতিক ব্যাক্তিত্ব সমাজকর্মী বিদায় মিছিলে পা মেলায়। মিছিলের শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভীড়ের মধ্য থেকেই শ্লোগান ভেসে আসে কমরেড সৌমিত্র চট্টোপাধ্যায় লাল সেলাম। অমর শিল্পী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অমর রহে। তিন তিনবার বন্দুকের ফায়ারের আওয়াজের চেয়েও এই শ্লোগানের আওয়াজ ছিল অনেক বেশি জীবন্ত, ভালবাসার প্লাবনে আপ্লুত।
-নীতীশ রায়

খণ্ড-27
সংখ্যা-41