খবরা-খবর
ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপাণিতে কর্মীসভা, শক্তিগড়ে ব্রাঞ্চ সম্মেলন
rangapani

আসন্ন বিধানসভা নির্বাচন, ঋণমুক্তি আন্দোলন সহ বর্তমান পরিস্থিতিতে পার্টির লক্ষ্য নিয়ে রাঙাপাণি ভতনজোতে ৭ ফেব্রুয়ারী দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে একটি কর্মীসভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, সভাপতিত্ব করেন জেলা কমিটির বর্ষীয়ান নেতৃত্ব নেমু সিংহ এবং পবিত্র সিংহ। ফাঁসিদেওয়া কেন্দ্রে নির্বাচনে প্রচার কৌশল নিয়ে আলোচোনা হয়। বক্তব্য রাখেন শরত সিংহ, পৈষানজু সিংহ, পঞ্চা বর্মণ প্রমুখ।

সিপিআই(এমএল) লিবারেশন শক্তিগড়ের শাখা কমিটির ৯ম বার্ষিক সাধারণ সভা (সম্মেলন) অনুষ্ঠিত হল ৭ ফেব্রুয়ারী। কমরেড বাধনা ওঁরাও মঞ্চ নামাঙ্কিত ছোট্ট পরিসরে ১৪ জন ব্রাঞ্চ সদস্যের উপস্থিতিতে সভার শুরুতেই সদ্য প্রয়াত নদীয়া জেলা সম্পাদক, পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড সুবিমল সেনগুপ্ত এবং কমরেড চারু মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করেন বর্ষীয়ান জেলা নেতৃত্ব পুলক গাঙ্গুলী। শহীদ স্মরণের পর বিদায়ী কমিটির পক্ষে খসড়া প্রতিবেদন পেশ করেন শাশ্বতী সেনগুপ্ত। প্রতিবেদনের ওপর বক্তব্য রাখেন উপস্থিত ব্রাঞ্চ সদস্যা মিলি ভট্টাচার্য, ভাগ্য মন্ডল রুমা রায়। মূলত বন্ধনের ঋণ সংক্রান্ত সমস্যার কথাই তারা বলেন। পরবর্তীতে এ বিষয়ে স্হানীয় স্তরে কর্মসূচী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।রজত বর্মণ, মিলি ভট্টাচার্য, ভাগ্য মন্ডল, রুবী সেনগুপ্ত এবং শাশ্বতী সেনগুপ্তকে নিয়ে পাঁচ সদস্যের লিডিং টিম গঠিত হয়। জেলা নেতৃত্ব পুলক গাঙ্গুলী এবং শিলিগুড়ি লোকাল কমিটির সম্পাদক মোজাম্মেল হক নতুন কমিটিকে অভিনন্দিত করে সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে পার্টির লক্ষ্য, উদ্দেশ্যর কথা তুলে ধরেন। শাশ্বতী সেনগুপ্ত পুনর্বার ব্রাঞ্চ সম্পাদক নির্বাচিত হন।

খণ্ড-28
সংখ্যা-5