বিবৃতি
সুকমাতে আধাসেনা জওয়ানদের মৃত্যু প্রসঙ্গে বিবৃতি
death of paramilitary personnel in Sukma

৫ এপ্রিল ২০২১

ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের বিজাপুর জেলার সুকমাতে কথিত মাওবাদী আক্রমণে বাইশ জন আধাসেনা জওয়ানের হত্যার ঘটনাকে আমরা তীব্র ভর্ৎসনা করি। মৃত জওয়ানদের পরিবার ও প্রিয়জনদের উদ্দেশে গভীর সমবেদনা জানাই। খবরে প্রকাশ, হামলায় সামিল ১৫ জন মাওবাদীরও এই ঘটনায় মৃত্যু ঘটেছে।

বর্তমানে গোটা দেশ জুড়ে ঐতিহাসিক এক কৃষক জাগরণ চলছে, বেসরকারীকরণের বিরুদ্ধে ও কাজের দাবিতে ব্যাপক শ্রমিক-কর্মচারী যুব-ছাত্র তীব্র আন্দোলন গড়ে তুলেছেন এবং পাঁচটি রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে এই ধরণের মাওবাদী সশস্ত্র কার্যকলাপ গণ আন্দোলনকে এবং চলতি নির্বাচনে জনগণের স্বার্থকে সামনে নিয়ে আসার কাজকে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত করে।

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নোটবাতিল থেকে শুরু করে বস্তারের আদিবাসীদের মানবাধিকার আন্দোলনের কর্মীদের উপর নির্বিচারে নামিয়ে আনা দমন পীড়নের ফলে ছত্তিশগড়ে শান্তি প্রতিষ্ঠার দাবী বার বারই ভ্রান্ত প্রমাণিত হচ্ছে। কেন্দ্র সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী বরং আমাদের জানান তাঁদের কোন ব্যর্থতার জন্য পুলওয়ামা ও সুকমার মতো ঘটনা ঘটে যাচ্ছে।

কেন্দ্রীয় কমিটি 
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) লিবারেশন 

খণ্ড-28
সংখ্যা-13