শববাহিনী গঙ্গা - পারুল কক্কর
Ganges carrying dead bodies

(সাহসিনী গুজরাতি কবি)

মৃতদেহগুলি একসাথে বলে “সব চাঙ্গা চাঙ্গা,”
সাহেব, তোমার রামরাজ্যেতে শববাহিনী গঙ্গা।
জ্বলে খাক হল শ্মশান যত, কাঠের জোগান শেষ
কাঁধগুলো সব ক্লান্ত, শুকিয়ে গেছে অশ্রুর রেশ
দুয়ারে দুয়ারে যমদূত নাচে মৃত্যুর নাচ নাঙ্গা,
সাহেব, তোমার রামরাজ্যেতে শববাহিনী গঙ্গা।
শ্মশানের চিতা ধকধক জ্বলে বিরাম চাই যে তার
মুছছে সিঁদুর ঘরে ঘরে শুধু বুক চাপড়ানো সার
আগুন লাগিয়ে বাঁশরী বাজায়, বাঃ রে “বিল্লা রঙ্গা”,
সাহেব, তোমার রামরাজ্যেতে শববাহিনী গঙ্গা।
সাহেব, তোমার দিব্য বস্ত্র, আহা কি দিব্য জ্যোতি,
আসল রূপটি দেখছে সবাই, বুঝছে তোমার মতি
হিম্মত হোক, আজকেই বল “আমার সাহেব নাঙ্গা”,
সাহেব, তোমার রামরাজ্যেতে শববাহিনী গঙ্গা।

খণ্ড-28
সংখ্যা-18