গুরু গোমকে রঘুনাথ মুর্মু
Raghunath Murmu

৫ মে পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন। ছোটবেলা থেকেই তিনি অনেককে প্রশ্ন করেন সকলেই নিজের ভাষায় লেখা পড়া করতে পারলেও সাঁওতালরা পারে না কেন? বড়ো হয়ে বুঝতে পারেন এর কারণ তাদের কোনো লিপি নেই। তিনি বুঝেছিলেন সাহিত্যের বিকাশ ছাড়া কোনো জাতির বিকাশ অসম্ভব আর সাহিত্যের বিকাশের জন্য দরকার লিপি। আর তাই তিনি অসম্ভব পরিশ্রম করে তৈরি করেন সাঁওতালি ভাষার নিজস্ব লিপি অলচিকি। এই ভাষায় তিনি ছোটদের ছড়ার বই ধারাপাত, নাটক ও কাব্যগ্রন্থ লিখেন। স্বাধীনতার পর ভাষা ভিত্তিক রাজ্য গঠনের সময় সাঁওতালদের আলাদা রাজ্যের জন্য ১৯৪৮ সালে উড়িষ্যার ময়ুরভঞ্জে তিনি সাঁওতালদের এক জমায়েতের ডাক দেন। স্বাধীন ভারতের পুলিশ ওই জমায়েতের উপর গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করে এবং তাদের নেতা রঘুনাথ মুর্মুকে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু মানুষ লুকিয়ে রাখার জন্য পুলিশ তাকে ধরতে পারেনি। রঘূনাথ মুর্মু সারা জীবন আদিবাসীদের হাসা-ভাষা-লায় লাকচারের জন্য লড়াই করে গেছেন। আজ আবার নতুন করে আদিবাসীদের উপর আক্রমণ নামিয়ে আনছে কেন্দ্রের বিজেপি সরকার ও তার সাঙ্গপাঙ্গরা। জল-জঙ্গল-জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ ও শিক্ষার জগৎ থেকে তাদের বের করে দেবার জন্য নানান ফন্দিফিকির আঁটছে। তাই আজকে নিজেদের হাসা-ভাষা-লায় লাকচারের লড়াইয়ের জন্য নতুন করে শপথ নিতে হবে।

(লেখাঃ পার্টির বাঁকুড়া জেলা ফেসবুক পেজ থেকে।

খণ্ড-28
সংখ্যা-16