খবরা-খবর
বনধের সমর্থনে প্রচার যাদবপুর-ঢাকুরিয়ায়
 Jadavpur-Dhakuria

সংযুক্ত কৃষক মোর্চার ডাকে ২৭ সেপ্টেম্বর ভারত বনধ সফল করার লক্ষ্যে যাদবপুর-ঢাকুরিয়া এলাকায় সিপিআই(এমএল)-এর নেতৃত্বে প্রচার অভিযান চলছে। ২১ সেপ্টেম্বর যাদবপুরের পালবাজার ও সন্ধ্যাবাজারে প্রচারসভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন তমাল চক্রবর্তী, মানস ঘোষ, ঋতম মাজি ও স্নিগ্ধা বসু। বক্তারা কৃষক আন্দোলনের বীরত্বপূর্ণ লড়াইয়ের কথা তুলে ধরেন। মোদী সরকারের 'মনিটাইজেশন পাইপলাইন'-এর নামে দেশ বিক্রির চক্রান্তের বিরুদ্ধেও সরব হন। বনধ-এর দিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কৃষকদের সপক্ষে মোদী সরকারের বিরুদ্ধে কি ভূমিকা নেয়, তা জনগনকে নজর রাখার আবেদন করা হয়। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বনধ সফল করার আহ্বান জানিয়ে হোর্ডিং লাগানো হয়েছে। প্রগতিশীল মহিলা সমিতি, এআইসিসিটিইউ ও সিপিআই(এমএল)-এর পক্ষ থেকে পোস্টারিং চলছে।

খণ্ড-28
সংখ্যা-34