খবরা-খবর
ত্রিপুরায় বিজেপি’র আক্রমণের বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ
BJP's attack in Tripura

গত ৮ সেপ্টেম্বর ত্রিপুরায় ফ্যাসিস্ট বিজেপি-আরএসএস’এর গুন্ডাদের সিপিআই(এমএল) লিবারেশন সহ বামপন্থী নেতৃত্বকে আক্রমণ, বাম পার্টি অফিসগুলিতে আগুন লাগানো, শ্রমিক সংগঠনের অফিস ভাঙচুর, তদুপরি পিবি-২৪ বৈদ্যুতিন মাধ্যম এবং প্রতিবাদী কলম পত্রিকার অফিসে হামলা চালিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে নগ্ন বর্বরোচিত সন্ত্রাসের প্রতিবাদে ১০ সেপ্টেম্বর সিপিআই(এমএল) লিবারেশন দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী সংগঠিত হয়। পোড়ানো হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল। নেতৃত্ব দেন জেলা সম্পাদক পবিত্র সিংহ, মোজাম্মেল হক, শরৎ সিংহ, মীরা চতুর্বেদী, মুক্তি সরকার, শাশ্বতী সেনগুপ্ত, গীতাদি, সপে সিংহ প্রমুখ। ৭০ জন পার্টি সদস্য ও নেতৃত্বের মিছিল থেকে আওয়াজ ওঠে, বামেদের ওপর ফ্যাসিস্ট আক্রমণের দায় নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, ফ্যাসিস্ট মোদী সরকার নিপাত যাক, মোদী সরকারের বিরুদ্ধে আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধ্ সফল করুন। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার।

খণ্ড-28
সংখ্যা-33