নবান্ন অভিযানে পুলিশের বাধা এবং গ্রেপ্তার

বিপ্লবী যুব এ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক রনজয় সেনগুপ্ত এক প্রেস বিবৃতিতে বলেন, নবান্নে আজ মুখ্যমন্ত্রীর কাছে চাকুরি প্রার্থীদের ৯টি সংগঠনের যুক্ত মঞ্চের পক্ষথেকে স্মারকলিপি প্রদান ও সাক্ষাতের কর্মসূচি ছিল। নবান্নের অদূরে কাজিপাড়ায় চাকুরি প্রার্থীরা জমায়েত হয়েছিল। পুলিশ আচমকা তাদের ঘিরে ফেলে গ্রেফতার করে। গ্রেপ্তার হওয়া চাকুরি প্রার্থীদের সংখ্যা ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা এখন ও স্পষ্ট নয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র বিরোধিতা করছি। ঘোষিত প্রতিনিধি ডেপুটেশন কর্মসূচি থেকেও গ্রেপ্তার! এই ধরনের অগণতান্ত্রিক আচরণের আমরা তীব্র বিরোধিতা করি। আমরা দাবি করি, মুখ্যমন্ত্রী অবিলম্বে গান্ধী মুর্তির পাদদেশে ও মাতঙ্গিনী মুর্তির পাশে চাকুরি প্রার্থীদের অবস্থানে আন্দোলনরত চাকুরি প্রার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলুন এবং দুর্নীতির কারণে বঞ্চিতদের অবিলম্বে নিয়োগ দিন।

খণ্ড-29
সংখ্যা-50