অবসরপ্রাপ্ত সিটিসি কর্মচারীদের বিক্ষোভ
retired CTC employees

সিটিসি-র শতাধিক কর্মী অবসর নেওয়ার পর (২০১৭ সালের এপ্রিল মাসের পর থেকে) শ্রমিক সমবায়ে তাঁদের নিজেদের গচ্ছিত টাকা ফেরত পাননি। বহু অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশনও পান না। ফলে তাঁরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। এদিকে শ্রমিকদের টাকা কোথায় গেল তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই আর্থিক দুর্নীতির তদন্ত দাবি করছেন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা।

এআইসিসিটিইউ সংগঠনের পক্ষ থেকে ২১ ডিসেম্বর সিটিসি-র অবসরপ্রাপ্ত কর্মীদের শ্রমিক সমবায়ের টাকা প্রদান, পেনসন চালু করা এবং অস্থায়ী, ঠিকা প্রথা বাতিল করে ওড়িশা সরকারের ন্যায় সকল কর্মীদের স্থায়ীকরণ, ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করা ও ছাঁটাই কর্মীদের কাজে পুনর্বহালের দাবিতে নোনাপুকুর ট্রাম ডিপো গেটে বিক্ষোভ অবস্থান এবং ডেপুটেশন কর্মসূচি করা হয়। প্রায় তিন শতাধিক কর্মী সভায় অংশগ্রহণ করেন।

সমবায়ের চেয়ারম্যানকে এবং পার্সোনেল অফিসারকে ডেপুটেশন দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন এআইসিটিইউ নেতা দিবাকর ভট্টাচার্য, বাসুদেব বসু সিটিসি ইউনিয়ন নেতা গৌরাঙ্গ সেন, পেনসন এসোসিয়েশনের নেতা মধুসূদন চক্রবর্তী প্রমুখ।

খণ্ড-29
সংখ্যা-49