কমরেড দুখীরাম রায় - অরুন মুখার্জী অমর রহে
arun-mukherjee-is-immortal

শহর থেকে গ্রামে চলো! দরিদ্র ভূমিহীন কৃষকের সাথে একাত্ম হও। ভারতের কমিউনিস্ট আন্দোলনে নকশালবাড়ি সৃষ্টি করেছিল সম্পূর্ণ নতুন এই অনুশীলন। বামপন্থার গৌরবময় অধ্যায়। ৭০ দশকে হাজার হাজার যুবছাত্র গ্রামে চলে গিয়েছিলেন। তাঁরা সমাজ বদলের স্বপ্ন দেখেছিলেন। মানুষকে দেখাতে পেরেছিলেন। এই বিপ্লবী অভিযানকে এগিয়ে নিয়ে যেতে শহীদ হয়েছিলেন কমরেড অরুন মুখার্জি, দুখীরাম রায়। ১৯৭১ সালের ১৯ মার্চ নদীয়া জেলার ধর্মদা এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সেখানে ঠান্ডা মাথায় তাঁদের হত্যা করা হয়। এই এলাকায় নির্মিত শহীদ বেদীতে লাল পতাকা উত্তোলন-মাল্যদান করে অনুষ্ঠিত হল স্মরণ অনুষ্ঠান। সেই অভিযান আজও চলছে। শহীদের স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। গ্রামীণ গরিবদের মধ্যে সংগ্রামী ভিত্তি গড়ে তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠিত করতে হবে। মোকাবিলা করতে হবে লুঠতন্ত্রকে। এই বার্তা তুলে ধরলো শহিদ স্মরণ কর্মসূচি।

খণ্ড-30
সংখ্যা-7