খবরা-খবর
রায়গঞ্জ লোকাল কমিটি সম্মেলন
local-committee-conference

বিজেপি হারাও, দেশ বাঁচাও স্লোগান’কে সামনে রেখে মহান লেনিনের ১৫৫তম জন্মদিবস এবং সিপিআই(এমএল) পার্টির ৫৫তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহর লোকাল কমিটি ও রায়গঞ্জ উত্তর লোকাল কমিটির সম্মেলন। কমরেড কলসরিয়া রায় ও কমরেড চিত্তরঞ্জন মন্ডল মঞ্চ এবং কমরেড ভবেশ চন্দ্র বর্মন নগর (সাংবাদিক ভবন, সুপার মার্কেট, রায়গঞ্জ)। সম্মেলনের প্রারম্ভে রক্ত পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক ব্রজেন সরকার। এরপর শহীদ বেদীতে মাল্যদাল করেন শহর লোকাল সম্পাদক রাধাগোবিন্দ পাল। উপস্থিত নেতৃবৃন্দ শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর পর কমরেড লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় কমিটির বার্তা পাঠ করে শোনান গণেশ সরকার। ঐ বার্তা পাঠ আশেপাশের দোকানদার বন্ধুরাও মনযোগ দিয়ে শোনেন। এরপর সম্মেলন কক্ষে প্রবেশ করে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন চন্ডিতলা শাখার মহিলা নেত্রী সুমিত্রা বিশ্বাসের পুত্র অঞ্জন বিশ্বাস। বর্ষীয়ান কমরেড মানব ভৌমিকের সভাপতিত্বে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়েই সভার কাজ শুরু হয়।

প্রথমে সভাপতির উদ্বোধনী ভাষণ, তরপর জেলা সম্পাদক, মহিলা নেত্রী সুশীলা রায় বক্তব্য রাখার পর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক রাধাগোবিন্দ পাল। হিসাব পেশ করেন গণেশ সরকার। বিস্তারিত আলোচনার পর প্রতিবেদন ও হিসাব সর্বসম্মত ভাবে গৃহীত হয়। এরপর গণেশ সরকার আগামী কর্মসূচির খসড়া প্রস্তাব রাখেন। হাত তুলে সবাই সেই প্রস্তাবে সমর্থন দেন। এছাড়া দুটো লোকাল’কে একত্রিত করে একটি এরিয়া কমিটি এবং ১৫ জন সদস্যের নাম প্রস্তাব করলে সভায় তা গৃহীত হয়। গণেশ সরকার রায়গঞ্জ এরিয়া কমিটির সম্পাদক নির্বাচিত হন। পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যনেতা তসলিম আলি। সভাপতির সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে সভার কাজ শেষ হলে ‘আন্তর্জাতিক সঙ্গীত’ ও স্লোগান দিয়ে সভা শেষ হয়।

খণ্ড-31
সংখ্যা-15